বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০২:৫৩:১৫

ভারতের ছেলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি

ভারতের ছেলে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : একটানা ৯ বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ ভারতে নবম শ্রেণি পাসের পার বাংলাদেশে চলে আসেন। জন্মসূত্রে এরশাদ ভারতী বলে নিজের মুখেই স্বীকার করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটায় পৈতৃকবাড়িতে তিনদিনের ব্যক্তিগত সফরে যাওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্টে এ কথা বলেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, চাচাতো ভাইয়ের মেয়ের বিয়েতে অংশ নিতেই তিনি কোচবিহারে যাচ্ছেন। তিনি বলেন, আমি নবম শ্রেণি পাস করার পর ভারত থেকে বাংলাদেশে চলে আসি। সেখানে আমার দাদা-দাদিসহ অনেক স্মৃতি রয়েছে। আমার চাচাতো ভাই মোছাব্বের হোসেন, তোজাম্মেল হোসেন ও আহসান হাবীবদের সাথে দেখা-সাক্ষাৎ করব। মায়ার টানেই পৈতৃকবাড়িতে যাচ্ছি। এসময় এরশাদের সঙ্গে ছিলেন ছেলে এরিক এরশাদ, ছোট ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব ও গাড়িচালক আব্দুল মান্নান। এরশাদসহ সফরসঙ্গীদের বহনকারী ব্যক্তিগত গাড়িতে করেই গতকাল দুপুরে বাংলাদেশ থেকে ভারতের কোচবিহারে প্রবেশ করেন। সেখানে এরশাদকে প্রশাসনের কর্মকর্তা, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্তসহ বিএসএফ কর্মকর্তারা স্বাগত জানান। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে