বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:২০:১৭

‘এটা ঠিক না’

 ‘এটা ঠিক না’

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় অনুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে। আমরা কেবল অপারেটরদের জানিয়ে তা দেব। বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তোফায়েল আহমেদ বলেন, দেশে চ্যানেলগুলোর ক্রম ঠিকমত নেই। বিদেশি চ্যানেল আগে দেখায়। দেশের কোনো কোনো চ্যানেল আগে দেখায়। আবার প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে। এটা ঠিক না। আমরা এর সিরিয়াল ঠিক করে দেব। এ নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করা হবে। তিনি বলেন, আমাদের চ্যানেলগুলো ভারতে প্রচার করতে চাই। পরে এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব। একইসঙ্গে সিরিয়াল করার ক্ষেত্রে টিভি চ্যানেল প্রতিষ্ঠাকালীন যাদের চ্যানেল আগে ছিল তাদের আগে দিতে হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি চ্যানেল পরে প্রদর্শিত হবে। অনেক কেবল অপারেটর এটা মানে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে