বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৩:১৮

৩ এমপির দুঃখ প্রকাশ

৩ এমপির দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : মনোনয়নপত্র জমা দেয়ার সময় নিজেদের উপস্থিতিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন ৩ সংসদ সদস্য। ভবিষ্যতে আর এমন হবে না। আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন বলেও কমিশনের কাছে জানান তারা। বুধবার পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনের করা শোকজ নোটিসের জবাবে এসব কথা বলেছেন ঢাকা-২০ আসনের আওয়ামী লীগের সাংসদ এমএ মালেক, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল এবং বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন। আচরণবিধি লঙ্ঘনের জন্য গত রোববার নির্বাচন কমিশন এ তিন সাংসদকে তিনদিনের মধ্যে জবাব দিতে নোটিস পাঠায়। মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এ ৩ সাংসদ আচরণবিধি লঙ্ঘন করায় বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে সকালে ঢাকা-২০ আসনের সাংসদ জবাব দেন। জানতে চাইলে সাংসদ এমএ মালেক বলেন, ‘আমি ইসি সচিব বরাবর জবাব পাঠিয়েছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি। সেই সঙ্গে আগামীতে আচরণবিধি অনুসরণে সর্তক থাকবো।’ নাটোরের সাংসদ শফিকুল ইসলাম শিমুল মঙ্গলবার ইসি সচিবের কাছে জবাব পাঠিয়েছেন। নিজের জাতীয় সংসদের প্যাডে নোটিসে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। আগামীতে আচরণবিধি পালনের বিষয়ে সচেতন থাকবেন বলে জানান। এদিকে বুধবার বিকেলে একই পদ্ধতিতে বরগুনা-২ আসনের সাংসদ হাচানুর রহমান রিমনও শোকজের জবাব দিয়েছেন। এ ব্যাপারে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, সাংসদরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়ে চিঠি দেয়া হয়েছে। এরই মধ্যে ৩ সাংসদ শোকজ নোটিসের জবাব দিয়েছেন। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে