বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৪:৩০

শূন্যের নিচে মানবাধিকার : খালেদা

 শূন্যের নিচে মানবাধিকার : খালেদা

নিউজ ডেস্ক : দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে। এ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়নের অভিযোগ তুলে ধরে খালেদা জিয়া বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতাসীনরা সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্যদিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে। মনে হয়, ৩৬৫ দিনই এদেশের কোথাও না কোথাও মানুষের মানবাধিকার হরণ করা হচ্ছে। খালেদা জিয়া বলেন, শুধু বিরোধী দলের নেতাকর্মীই নন, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, ছাত্র, শ্রমিক, নারী, শিশুসহ কারো কোনো নিরাপত্তা নেই। এদের অধিকাংশই গুম ও গুপ্ত হত্যা এবং বিচারবর্হিভূত হত্যার শিকার হচ্ছেন। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক ও মানবিক অধিকারহারা নির্যাতিত মানুষদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মানুষ একদলীয় স্বেচ্ছাচারী শাসন, গোষ্ঠী, বর্ণ ও জাতিগত সংঘাতে অবলীলায় খুন ও গুপ্ত হত্যার শিকার হচ্ছে। ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে ‘মানবাধিকার দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে খালেদা জিয়া বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক ও মানবিক অধিকারহারা নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, যারা বাক, ব্যক্তি, চিন্তা, প্রার্থনা, মুদ্রণসহ নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে ক্ষমতাসীন স্বেচ্ছাচারী গোষ্ঠির নৃশংস নিপীড়ণে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বিশ্বের সব জাতির সব মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকার দাবি জানান। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে