বুধবার, ০৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৮:২৬

আবার যাবেন আনিসুল হক

আবার যাবেন আনিসুল হক

ঢাকা : পিছু হটার লোক নন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। জনস্বার্থে যে সিদ্ধান্ত নেন তা করেই ছাড়েন। বৃহস্পতিবার আবারো রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকার অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযানে নামবেন তিনি। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, মহাখালী বাসটার্মিনাল এবং তেজগাঁও শিল্প এলাকায় দুপুর আড়াইটার দিকে এ অভিযান শুরু হবে। অভিযানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে চিঠি দিয়েছেন আনিসুল হক। মুজিবুল হক অসুস্থ হয়ে পড়ায় আসার সম্ভাবনা নেই। উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানোর সময় অবরুদ্ধ হয়ে পড়েন আনিসুল হক। কিন্তু ট্রাকস্ট্যান্ড সরিয়ে বিমান অবতরণ করার জায়গা করেছেন তিনি। এদিকে বুধবার রাজধানীর মোহাম্মদপুরে এক মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেই মাস্তানি করবে তাকেই সাইজ করে দেয়া হবে। ৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে