শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ০২:৩৩:১০

নোয়াখালীর ঘটনার জন্য আ.লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মির্জা ফখরুল

নোয়াখালীর ঘটনার জন্য আ.লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মির্জা ফখরুল

নোয়াখালী : নোয়াখালীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের নামে দেশে যে প্রহসন হয়েছে এটা দেশকে গণতন্ত্রহীনতা এবং অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ও প্রহসন। জনগণ তা মেনে নেয়নি ও মেনে নেবেও না। নির্বাচনের আগে ও পরে যে ধরনের নৃশংসতা হয়েছে তা ইতিহাসে বিরল। নোয়াখালীর সুবর্ণচরে যে ঘটনা (এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ) ঘটেছে, এটা যারা ঘটিয়েছে এবং এর পেছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

আজ শনিবার (৫ জানুয়ারি) নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি এসব কথা বলেন। গত ৩০ ডিসেম্বর রাতে নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে দেখতে নোয়াখালী আসেন মির্জা ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ধানের শীষে ভোট দেওয়ায় ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে এবং এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে।

মির্জা ফখরুলের সঙ্গে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসেন আ স ম আবদুর রব, আব্দুল কাদের সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।  

আজ শনিবার বিকাল ৩টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় সভা করার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে