শনিবার, ০৫ জানুয়ারী, ২০১৯, ০৬:২২:২০

কাঁদলেন মির্জা ফখরুল, বললেন আল্লাহ বিচার করবেন

কাঁদলেন মির্জা ফখরুল, বললেন আল্লাহ বিচার করবেন

নিউজ ডেস্ক: ‘বোন, আমরা তোমার পাশে আছি। তোমার কোনো ভয় নেই। এই নির্মমতার অবশ্যই একদিন বিচার হবে। আল্লাহ বিচার করবেন।’

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা ও অভয় দিতে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাঁর সঙ্গে থাকা অনেক নেতাদের চোখ ভিজে যায়। ওই নারীর স্বামীও বিএনপি মহাসচিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। 

আজ শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীর সঙ্গে দেখা করতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে কিছুক্ষণ ওই নারীর পাশে বসেন ও তার কথা শোনেন তারা, দেন আর্থিক সহযোগিতাও।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া এসময় উপস্থিত ছিলেন। আজ শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে গুলশান থেকে সুবর্ণচরের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর দিবাগত মধ্য রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনা ঘটেছে। বিরোধী দলকে ভোট দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী।

এ ঘটনায় দায়ের করা মামলায় নয় আসামীর মধ্যে ‘মূল ইন্ধনদাতা’ সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রুহুল আমিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে