শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ০৪:০৯:২১

জাফরুল্লাহ দলের কেউ নন, তিনি এভাবে প্রকাশ্যে বলতে পারেন না: রিজভী

জাফরুল্লাহ দলের কেউ নন, তিনি এভাবে প্রকাশ্যে বলতে পারেন না: রিজভী

নিউজ ডেস্ক: ডা. জাফরুল্লাহ চৌধুরী দলের কেউ নন। তিনি এভাবে প্রকাশ্যে বলতে পারেন না। কিন্তু বাইরে থেকে কেউ যদি এ ধরণের কথা বলেন এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাইকে মানি। ডা. জাফরুল্লাহ সাহেব একজন বরেণ্য মুক্তিযোদ্ধা। আমরা প্রত্যেকে তাকে সম্মান করি। কিন্তু তিনি তো দলের অভ্যন্তরীণ কোনো লোক নন। তিনি দলের শুভাকাঙ্ক্ষী। আর তার যদি কোনো পরার্মশ থেকে থাকে তাহলে তিনি দলের ভেতরে এসে বলবেন। 

তারেক রহমানকে দুই বছরের জন্য রাজনীতি থেকে অব্যাহতি নেওয়া প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কথা বলেন। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিএনপির এই নেতা বলেন, বিএনপির ভেতরে কোনো বিরোধ নেই। বিএনপির শুভাকাঙ্ক্ষী থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। আমি বলেছি জাতীয় পর্যায় থেকে তৃণমুল পর্যায় পর্যন্ত দল ঐকবদ্ধ। 

রিজভী প্রশ্ন তোলেন, কোনো শুভাকাঙ্ক্ষী একটা দলের  বিষয়ে এধরণের কথা বলেন, তারা কিভাবে বলেন আমি বুঝতে পারি না। এটাতে নিঃসন্দেহে দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ। দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। তাদের নেতৃত্বে দল সুসংগঠিত অবস্থায় পরিচালিত হচ্ছে। সেখানে যদি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে এধরণের কথা বলে থাকেন এতে দলের নেতাকর্মীরা প্রচণ্ডভাবে আহত হবেন। এটা তাদেরকেও মনে রাখতে হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে