শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১১:৩৮:৪১

ভারতরত্ন পেলেন প্রণব মুখার্জি; প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারতরত্ন পেলেন প্রণব মুখার্জি; প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক: ভারতের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’ পেলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল শুক্রবার ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় শেখ হাসিনা শুভেচ্ছা জানান।

প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসেবে ২০১২-১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্ষীয়ান এই কংগ্রেস নেতা একাধিক মন্ত্রিত্বের ভারও সামলেছেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি অর্থমন্ত্রী ছিলেন ২০০৯-১২ পর্যন্ত। রাজনীতির ময়দানে প্রবেশ ১৯৬৯ সালে, যার পর থেকে ইন্দিরা গান্ধী তথা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

প্রণব মুখার্জি ছাড়াও ভারতের সর্বোচ্চ এ নাগরিক সন্মানা পেয়েছেন প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী ও সুরকার ভূপেন হাজারিকা এবং জন সংঘের প্রয়াত নেতা নানাজি দেশমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে