সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৬:৫০

খারাপ পুলিশ শনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ সিএমপি কমিশনারের

খারাপ পুলিশ শনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ সিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক: খারাপ পুলিশ শনাক্ত করতে জনগণকে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, ‘খারাপ পুলিশের পক্ষে আমাদের কোনো অবস্থান নেই। আমরা খারাপের পক্ষে নই।’

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সিএমপি কমিশনার এসব কথা বলেন।

কোনো টাউট-দালালের স্থান থানায় হবে না উল্লেখ করে কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, 'মানুষের মধ্যে যেমন ভালো-খারাপ আছে, আমাদের পুলিশের মধ্যেও ভালো-খারাপ আছে। জনগণের সহায়তা নিয়ে খারাপ পুলিশ শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। থানায় হবে ভালো মানুষের আসার জায়গা।’

পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে নগরীর প্রবর্তক মোড়ে এ অনুষ্ঠান আয়োজন করে পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটি। কমিটির আহ্বায়ক শামছুল আলম শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে