সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯, ০৯:১৫:৪০

চালকের কাগজপত্র ঠিক থাকলে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ

চালকের কাগজপত্র ঠিক থাকলে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ

নিউজ ডেস্ক: নগরে জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ উপলক্ষে সোমবার বিকেলে নগরের আম্বরখানা ও দরগা গেট এলাকায় লিফলেট বিতরণ ও বিভিন্ন যানবাহনের কাগজপত্র এবং ফিটনেস পরীক্ষা করা হয়।

এ সময় যেসব চালকের কাগজপত্র ঠিক ছিল তাদের হাতে গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানান এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। আর কাগজপত্র না থাকলে গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে হাতে ধরিয়ে দেয়া হয় মামলার কাগজ। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর সাধারণ মানুষ।

দুপুর ১২টার দিকে সিলেট সরকারি অগ্রগামী উচ্চবিদ্যালয় ও কলেজে ট্রাফিক বিভাগের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ বাবলি পুরকায়স্থের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন- মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা ও সহকারী কমিশনার (এসি) আশিদুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন- ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাবিবুর রহমান, টিআই হানিফ মিয়া, প্রসিকিউশন ইনচার্জ সার্জেন্ট আবুবকর শাওনসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

এ সময় সড়কের শৃঙ্খলা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন- উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। সভা শেষে ট্রাফিক সদস্যরা নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে গিয়ে যানবাহন চালক ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় যানবাহনের বৈধ কাগজধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ট্রাফিক সদস্যরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে