মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:১২:২২

বিএনপি-জামায়াতের এখন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরার দশা: প্রভাষ আমিন

বিএনপি-জামায়াতের এখন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরার দশা: প্রভাষ আমিন

নিউজ ডেস্ক: নির্বাচনে যে ফল করেছে, তাতে বিএনপি-জামায়াত রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরার দশা বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট প্রভাষ আমিন। সম্প্রতি বার্তা২৪ এ তিনি এসব কথা লিখেছেন।

প্রভাষ আমিনের ভাষায়, বিএনপির আদর্শিক জোট ২০ দল। তাদের মূল আদর্শিক সঙ্গী জামায়াতে ইসলামী। শুধু আদর্শের সঙ্গীই নয়, জামায়াতে ইসলামীই বিএনপির জোটসঙ্গী এবং ভোটসঙ্গীও। জামায়াতের ভোট ব্যাংকে পুজি করেই ২০০১ সালে ক্ষমতায় এসেছিল বিএনপি। তাই সেই মজাটা তারা ভুলতে পারেনি। সেই থেকে দেশী-বিদেশী নানামুখী সমালোচনা সত্বেও জামায়াতকে ছাড়েনি বিএনপি। ছাড়ার কোনো সম্ভাবনাও নেই। বরং যত দিন যাচ্ছে, তাদের প্রেম আরো কঠিন হচ্ছে।

‘বিএনপির যেমন জামায়াতকে দরকার, তেমনি নিবন্ধন হারানো জামায়াতেরও বিএনপি ছাড়া গতি নেই। বিএনপির সাথে জোটবদ্ধ থাকার সুযোগেই জামায়াতের ২২ জন ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিতে পেরেছিল। নইলে এবার জামায়াতকে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হতো। অবশ্য নির্বাচনে যে ফল করেছে, তাতে জামায়াত শুধু নয়, বিএনপিরও রাস্তায় ফ্যা ফ্যা করে ঘোরার দশা।’

‘জামায়াতের সাথে জোটের সুবিধাটা যেমন বিএনপি জানে, অসুবিধাটাও জানে। জামায়াতের সাথে জোট করার কারণে বিএনপিকে বছরের পর বছর গালি শুনতে হয়েছে। সেই গালির গ্লানি থেকে মুক্তি পেতেই নির্বাচনের আগে তারা ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হয়। বিএনপি জানে জামায়াতের কিছু ভোট আছে, কিন্তু ভাবমূর্তি নেই। আর ঐক্যফ্রন্টের ভাবমূর্তি আছে, ভোট নাই। বিএনপি চাতুর্য্যের সঙ্গে ভোট এবং ভাবমূর্তি দুটিই রক্ষা করতে চেয়েছিল। কিন্তু অতি চালাকের যেমন গলায় দড়ি পড়ে, বিএনপিরও তেমনি এ কূল ও কূল দু কূলই গেছে। বিএনপি এখন অকূল পাথারে।’-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে