মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:৩৯:৫০

আ.লীগ ডাকলে আমি যাবো, আমাকে তো বহিষ্কার করা হয়নি: সুলতান মনসুর

আ.লীগ ডাকলে আমি যাবো, আমাকে তো বহিষ্কার করা হয়নি: সুলতান মনসুর

আবুল বাশার নূরু : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, আওয়ামী লীগ যদি আমাকে ডাকে তা হলে চিন্তা করতে পারি। কারণ আমাকে তো দল থেকে বহিষ্কার করা হয়নি। আমি আওয়ামী ছেড়ে অন্যকোন দলে যোগদানও করিনি। বঙ্গবন্ধুর আর্দশের একজন সৈনিক আমি। তার আদশেই আমি আজীবন লালন করে আসছি। আমি ইতিহাসের বাইরে যেতে পারি না।  মঙ্গলবার দুপরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের আস্থা-বিশ্বাস আমি বঙ্গ করতে পারবো না। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের আমি হতাশ করবো না, অসম্মান করবো না। তাই আমি শপথ নিবো ও সংসদে যোগ দিবো। তিনি বলেন, আমি সুস্থ হওয়ার পর শপথ নেওয়ার দিনক্ষণ ঠিক করবো । আমি অসুস্থ। আর ৭ দিন পর আমার হাত ও পায়ের ব্যান্ডিস খোলা হবে। ডাক্তার বলেছেন আমকে সুস্ত হতে আর একমাস সময় লালবে।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে