মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৫১:০৫

প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হচ্ছেন ফজলে রাব্বী মিয়া

প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হচ্ছেন ফজলে রাব্বী মিয়া

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা হতে যাচ্ছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। প্রধানমন্ত্রী কার্যালয় ও সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রীর রয়েছেন আটজন উপদেষ্টা। দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে কেউ ছিলেন না। দীর্ঘদিন পর এ পদে নিয়োগ পেতে যাচ্ছেন ফজলে রাব্বী মিয়া।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। নিয়ম অনুযায়ী ৩০ জানুয়ারি পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্বে থাকবেন ফজলে রাব্বী মিয়া। ওই দিন একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদে বলা হয়েছে- কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন এবং এই দুই পদের যে কোনোটি শূন্য হইলে সাতদিনের মধ্যে কিংবা ঐ সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ-সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করিবেন।

আর সংসদের কার্যপ্রণালি বিধির তৃতীয় অধ্যায়ের ৮ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। নতুন মেয়াদে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তারা হলেন রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে