মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯, ০৮:৪২:৩৪

আগামীকাল শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আগামীকাল শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনই সংসদীয় কমিটি গঠন করার কথাও জানায় সরকার দল আওয়ামী লীগ। এ কমিটিগুলোয় বিরোধী দলের সদস্যও রাখা হবে বলে জানা গেছে। সংসদীয় গণতন্ত্রে সংসদে বিরোধী দলের কার্যকারিতা ফিরিয়ে আনার কথা বলছে জাতীয় পার্টি।

২০১৪ জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ঐ সংসদ মোট ২৩টি অধিবেশনে ১৯৩টি বিল পাশ করে দেশের সংসদীয় গণতন্ত্রে ইতিহাস সৃষ্টি করেছ। এ সংসদ দুইবার সংবিধান সংশোধন করেছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ গঠন করে আওয়ামী লীগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে