বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯, ১২:১৩:২৭

'রাজনীতিতে আওয়ামী লীগের কাছে বিএনপির শেখার আছে'

'রাজনীতিতে আওয়ামী লীগের কাছে বিএনপির শেখার আছে'

জিয়ারুল হক : একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ নিয়ে চুল চেরা বিশ্লেষণ চলছে নানা দিকে। নির্বাচনে বিএনপির নিষ্ক্রিয়তাকে দুষছে সবাই। বিশ্লেষকেরা মনে করেন, বিএনপির ভুল রাজনীতির কারণেই তাদের এই অবস্থা। ইনডিপেনডেন্ট টিভির আজকের বাংলাদেশ টকশোতে আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের কাছে বিএনপির শেখার আছে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি।

নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে যে ভূমিকা থাকার কথা ছিলো তারা সেটা করতে পারেনি। তিনি বলেন বিএনপি নির্বাচনটা গুরুতের সাথে করেনি তারা যদি ভালোভাবে নির্বাচন করতো তাহলে তারা কমপক্ষে ৭০ থেকে ৮০ টি আসন পেত। এবং সংসদে প্রধান বিরোধীদল হিসেবে থাকতে পারতো। কিন্তু তারা নির্বাচন করার জন্য যে রাজনীতি করার কথা সেই রাজনীতি বিএনপি করতে পারেনি। তিনি বলেন আওয়ামী রীগের নির্বাচনী প্রস্তুতির কাছে বিএনপি দাঁড়াতেই পারেনি।

সঠিক সময়ে ঐক্যফ্রন্ট গঠণ না করতে পারা দলের মধ্যে সমন্নয়ের অভাব এমন কি মনোনয়ন ফরম ঠিক মতো পূরণ না করে জমা দেয়ার কথা বলে নাঈমুল ইসলাম খান বলেন, তাদের এতো আইনজীবি অথচ তাদের থেকে দেখিয়ে মনোনয়ন ফরম জমা দিতে পারেনি বিএনপির প্রার্থীরা। তিনি বলেন নির্বাচনে ছোট খাটো ঘটনা নতুন নয়, এগুলো থাকবেই তবে নিশ্চিত করে বলতে পারি, বিএনপি নির্বাচন ছেড়ে দিয়েছিলো।

এ সময় তিনি আওয়ামী লীগের কথা উল্লেখ করে বলেন, তারা ২১ বছর পর ক্ষমতায় আসে। তাদের রাস্তায় দাঁড়াতে দেয়া হতো না, আওয়ামী লীগের কথা কেউ মুখে আনতে পারতো না, তারা কি সে সময় অতিক্রম করেনি?. তিনি শেখ হাসিনার কথা উল্লেখ করে বলেন তিনি এসে বাড়িতে পর্যন্ত ঢুকতে পারেননি, রাস্তায় বসে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন। তিনি বলেন এখন তো মিডিয়া আছে তারা সরকারের সমালোচনা করে, কিন্তু সে সময় তো আওয়ামী লীগের পক্ষে কোন পত্রিকা লিখতে পারেনি। আওয়ামী লীগ নিশ্চিত হারবে জেনেও তারা নির্বাচনে অংশ গ্রহণ করেছে কোন নির্বাচন বয়কট করেনি। 

আওয়ামী লীগের নির্বাচনে ৩৯ আসন পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা কি বশ্বিাস করার মতো কথা যে আওয়ামী লীগ ৩৯ আসন পাওয়ার মতো দল, কিন্তু তারা রাজপথে লড়েছে এবং দীর্ঘ ২১ বছর পর ঠিকই তারা ক্ষমতায় পদার্পণ করেছে। তাই বলবো বিএনপি আবার নতুন উদ্দোমে মাঠে নামবে এবং জনগণের কছে যাবে তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।-আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে