শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২০:০৪

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি বাংলাদেশের

নিউজ ডেস্ক: জম্বু ও কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনায় ৩৭ জন ভারতীয় সিআরপিএফ সেনার মৃত্যুর ঘটনায় ভারতকে সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। ঘটনার পর বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহমর্মিতার বার্তা পাঠিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। 

জানা গেছে, জার্মানি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে এই বার্তা পাঠিয়েছেন হাই কমিশনার। 

বার্তায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।  এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি এবং সন্ত্রাসবাদ নিরসনে ভারতসহ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কাজ করার কথাও জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে