নিউজ ডেস্ক: পুরান ঢাকার কোনো এলাকায় কেমিক্যাল সামগ্রী দেখলেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ফোন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গোডাউন অপসারণে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, সর্বস্তরের নাগরিকদের প্রতি অনুরোধ যদি কেউ গোডাউনে কেমিকেল স্টোর করতে দেখেন বা কেমিকেল রাখতে দেখেন আপনারা আমাদের কন্ট্রোল রুম ‘৯৫৫৬০১৪’ নম্বরে ফোন করে জানান।
মেয়র বলেন, যে কেউ যদি তার বাড়ির আশপাশে পাড়া-মহলায় কেমিকেল রাখছে এমন দৃশ্য দেখেন তাহলে আমাদের কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম, কাউন্সিলর অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানে জানান। আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেব।