সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৫৩:৪৩

প্রথমবারের মতো আন্তর্জাতিক তীর্থভ্রমণের আয়োজন

প্রথমবারের মতো আন্তর্জাতিক তীর্থভ্রমণের আয়োজন

মিন্টু বালা: হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক তীর্থভ্রমণের আয়োজন করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ এ তীর্থ পরিক্রমায় তীর্থযাত্রীরা মায়াপুর, গয়া, কাশী, মথুরা ও বৃন্দাবন ভ্রমন করবেন। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে উক্ত তীর্থভ্রমণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আন্তর্জাতিক তীর্থ পরিক্রমা বিষয়টি ছোট নয়, এটি একটি ঐতিহাসিক বিষয়। এ যাত্রা সাম্প্রদায়িকতা থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ অভিমুখে যাত্রা।

স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তার বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, এ শুধু তীর্থ পরিক্রমা নয় এটি একটি সম্প্রদায়কে স্বীকৃতি দেয়া। এ যাত্রা পাকিস্তানি ভাবধারা থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ অভিমুখে যাত্রা।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রস্টের সচিব(অ.দা.)রঞ্জিত কুমার দাস বলেন, বর্তমান সরকারের অভিপ্রায় হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, এ উদ্যোগ তারই একটি ধাপ। 

ভারপ্রাপ্ত ধর্ম সচিব কাজী হাসান আহম্মদ তার বক্তৃতায় বলেন, ক্ষুদা, দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা ৭১ এর অঙ্গিকার ছিলো, এটি তারই ধারাবাহিকতা; এ উদ্যোগ অব্যাহত থাকবে। 

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান সুব্রত পাল তার সভাপতির বক্তৃতায় বলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি নাম নামতত্র প্রতিষ্ঠান। ট্রাস্ট চলে সুদের টাকায়, আর ইসলামিক ফাউন্ডেশন চলে রাজস্ব বাজেটে, এটি আমাদের জন্য দুঃখজনক, এ বৈষম্য বিলোপের জন্য তিনি অসাম্প্রদায়িক সরকারের প্রতি আহবান জানান। আন্তর্জাতিক তীর্থভ্রমণের উদ্যোগ অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য উদাহরণ বলে তিনি উল্লেখ করেণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে