বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০১৯, ১১:৫৮:৫৯

সংসদে কাঁদলেন এমপি শেখ তন্ময়

সংসদে কাঁদলেন এমপি শেখ তন্ময়

নিউজ ডেস্ক : পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে সংসদে কাঁদলেন বাগেরহাট-২ আসন থেকে নির্বাচিত শেখ হেলাল উদ্দীনের ছেলে এমপি শেখ তন্ময়।

গত বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

আবেগাপ্লুত হয়ে পড়ায় স্পিকারের কাছে দুঃখও প্রকাশ করেন তন্ময়।

শেখ তন্ময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৪ বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ছিলেন। তিনি কোনো মহা দার্শনিক ছিলেন না, মহা পন্ডিতও ছিলেন না। কিন্তু মহাদার্শনিক ও পন্ডিতরাও যা করতে পারেননি তিনি তা করেছিলেন। যার প্রমান ৭ মার্চের ভাষণ। যা ইউনোস্কো থেকে স্বীকৃতি পেয়েছে।

তন্ময় আরও বলেন, আমাদের এ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা মাদক আর কর্মসংস্থান। কর্মসংস্থান নিয়ে বিভিন্ন সময় বলে আসা হয়, অনেকে অনেক জ্ঞানবুদ্ধি দিয়ে থাকে টক শোতে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কর্মসূচি হাতে নিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে