রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫২:০৮

কাল ছিলেন একা, আজ তিনি ‘দোকা’

কাল ছিলেন একা, আজ তিনি ‘দোকা’

ঢাকা : কাল ছিলেন একা। আজ তিনি ‘দোকা’। বিয়ে করলেন মোহাম্মদ আশরাফুল। কনে অনিকা তাসলিমা অর্চি। বিবিএ পড়ছেন। ভৈরবের মেয়ে। শনিবার জাতীয় সংসদ ভবনের মেম্বারস ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে জাঁকজমকপূর্ণ। আশরাফুলের স্ত্রীর নাম অনিকা তাসলিমা অর্চি।জুলাইয়ের মাঝামাঝিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদল হয় তাদের। অর্চি বিবিএ’র ছাত্রী। অর্চির বাবা পেশায় একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। ঢাকার এলিফেন্ট রোডে বসবাস করেন তারা। দুই ভাই-বোনের মধ্যে অর্চি বড়। আশরাফুলের দাবি, বিয়েটা দুই পরিবারের দেখাশুনার ভিত্তিতেই। তবে গুজব আছে, অর্চির সঙ্গে আশরাফুলের সম্পর্ক অনেক দিনের। প্রথমে পরিচয়, এরপর মন দেওয়া নেওয়া, প্রেম। এবং বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন জীবন শুরু করছেন, কেমন লাগছে? আশরাফুল বলেন,‘ সত্যি কথা বলতে কি অন্যরকম লাগছে। আমি সবার কাছে দোয়া চাই। যেন ভালোমত নতুন জীবন শুরু করতে পারি।’ ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের অভিষেক। মোট ৬১ টেস্ট ও ১৭৭টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে তার সংগ্রহ ২৭৩৭ রান। এর মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ওয়ানডেতে তার মোট রান ৩৪৬৮। এখানে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন আশরাফুল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পরের বছরের জুনে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ দুই বছর কমিয়ে আনা হয়। চলতি মাস থেকে তার আইসিসির পূনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার কথা। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর ক্রিকেটে ফিরতে পারেন আশরাফুল। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে