রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৪১:১০

মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক ফারুকের মৃত্যু

মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক ফারুকের মৃত্যু

ঢাকা : সড়ক দুর্ঘটনায় আহত সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক স্কয়ার হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৫ বছর। রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সাংবাদিক ফারুক ছিলেন ২ সন্তানের জনক। তিনি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলার বিশালীখা গ্রামে।তিনি মরহুম গাজিউর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের মরদেহ মোহাম্মদপুর তাজমহলের বাসায় নেয়া হয়েছে। সেখান থেকে তার মরদেহ ঢাকা রিপোটার্স ইউনিটিতে নেয়া হবে। এরপর জানাজা শেষে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে রাখা হবে। পরে সেখানে জানাজা শেষে পাবনায় নিজ জেলায় মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দাফন সম্পন্ন হবে। সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক দৈনিক কালেরকণ্ঠ ও সমকালের চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আজকের পত্রিকার চিপ রিপোর্টার ছিলেন। এছাড়া আব্দুল্লাহ আল ফারুক দীর্ঘদিন যুগান্তরে সিনিয়ার সাংবাদিকের দায়িত্ব পালন করেন। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে