রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১১:১৫:১৬

শেষদিন আজ

শেষদিন আজ

ঢাকা : পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ। এরপরই স্পষ্ট হবে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মেয়র প্রার্থী। সোমবার থেকে বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর আগে গত ৩ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ৫ ও ৬ ডিসেম্বর। ইসির তথ্যে, এবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর- তিন পদে ১৩,৫০৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে মেয়র পদে ১৩৫ জনসহ ৮৬৩টি মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা মেয়র পদে ৯৬১, কাউন্সিলর পদে ৯,১৬৯ এবং সংরক্ষিত পদে ২,৫১২ জন। তিন পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৬৪২ জন। সম্ভাব্য প্রার্থীরা ৯ ডিসেম্বর থেকে প্রচারকাজ শুরু করেন। আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা। গত ২৪ নভেম্বর ২৩৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। এবার নির্বাচনী প্রচারের জন্য প্রার্থীরা ১৫ দিন সময় পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এ মুহূর্তে ৪০টি রাজনৈতিক দলের নিবন্ধন রয়েছে। এরই মধ্যে পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে