রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ১২:২৪:৫২

ফাদারকে হুমকি

ফাদারকে হুমকি

লালমনিরহাট : আরো এক ফাদারকে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।লালমনিরহাট মিশন চার্চ ভবনের খ্রিষ্টান উপসানলয়ের ফাদার তপন কুমার বর্মনকে এই হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে শনিবার রাত ১১টায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫৬৯) করেছেন তিনি। তবে ফাদার তপন বলেছেন, তিনি গণমাধ্যমে এ নিয়ে কিছু বলবেন না। জানা গেছে, ফাদার তপন কুমারকে ২০ ডিসেম্বর হত্যা করা হবে বলে চিঠিতে হুমকি দেয়া হয়। আইএস পরিচয়ে চিঠিটি দিনাজপুর পোস্ট অফিস থেকে প্রেরণ করা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার চার্চে পৌঁছানো ওই চিঠির খামের উপরে প্রেরকের জায়গায় ‘আইএস বাংলাদেশ শাখার কমান্ডার’ লেখা। চিঠিতে বলা হয়েছে, ‘সিরিয়ার আইএস কমান্ডার তোমার মস্তক চেয়ে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে। শিগগিরই তোমার মস্তক সিরিয়ায় উপহার স্বরূপ পাঠানো হবে।’ ‘যা খেতে ইচ্ছে করে তা ‘তৃপ্তি করে ২০ ডিসেম্বরের মধ্যে’ খেয়ে নিতে এবং স্ত্রীর কাছে ‘বিদায় চেয়ে নিতে’ চিঠিতে বলা হয়েছে ফাদার তপনকে। লালমনিরহাটে অন্য যারা খ্রিষ্টান ধর্ম প্রচার করেন, তাদেরও ‘শিগগিরই হত্যা করা হবে’ বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। বলা হয়েছে, ‘কান্তজিউ মন্দিরে আমরা বোমা ফাটিয়েছি। ক্ষমতা আছে কি না সময়ে বুঝিয়ে দেব।’ দিনাজপুর ও রংপুরে কয়েকজন পাদ্রিকে হত্যার হুমকি দেওয়ার পর এ ঘটনায় লালমনিরহাটে খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাট সদর থানার এসআই আলমগীর হোসেন বলেন, লালমনিরহাট ‘চার্চ অভ গড’ মিশনের যাজক তপন কুমার বর্মন ওই চিঠি পাওয়ার পর শনিবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে