রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৩:২১

কোথাও আমাদের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না : রিজভী

কোথাও আমাদের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না : রিজভী

ঢাকা : বিএনপির দপ্তরের দায়িত্বে যুগ্ম-মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, ‘পৌর নির্বাচনে কোথাও আমাদের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামীকরণ ছাপিয়ে দেশে এখন ‘হাসিনায়ন’ চলছে। সরকার পরিকল্পিতভাবে পৌর নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেয়ার পায়তারা করছে।’ সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি ঝালকাটি, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় প্রার্থীদের উপর সরকার সমর্থিতদের হামলার চিত্র তুলে ধরেন। বিএনপির এই নেতা বলেন, ‘মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের মাঠে সরকারের কাছ থেকে সেই আচরণ পাওয়া যাচ্ছে না। প্রশাসন বিএনপির প্রার্থীদের হয়রানি করছে। বিএনপির প্রার্থী এবং নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না।’ তিনি বলেন, ‘সবকিছু দেখেও নির্বিকার ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’ রিজভী বলেন, ‘ক্ষমতাসীন মন্ত্রী ও নেতারা একের পর এক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বচ্ছ ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও কমিশনের কাছ থেকে জনগণ অশ্বডিম্ব ছাড়া আর কিছুই দেখতে পায়নি।’ তিনি বলেন, ‘আগামী পৌর নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে হলে নির্বাচন কমিশনকে সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছেন না তা প্রমাণ করতে হবে। বহুত্ত্ববাদী গণতন্ত্র এখন ঘরছাড়া। প্রকৃত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে কমিশনের স্বতন্ত্র, স্বাধীন সাংবিধানিক ভূমিকার কোনো বিকল্প নেই।’ বিএনপির সিনিয়র নেতা এমকে আনোয়ার, খন্দকার মোশারফ হোসেনসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান রিজভী। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে