রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৪:০৫

বন কর্মকর্তা ইউসুফ আলী কারাগারে

বন কর্মকর্তা ইউসুফ আলী কারাগারে

ঢাকা : বহুল আলোচিত ব্যক্তি বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর হায়দার আলী ও সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে আইনজীবী হায়দার আলী ও সায়েদুল হক সুমন জানান, সকালে ইউসুফ আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ৯ ডিসেম্বর রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সুন্দরবন পূর্ব বিভাগের দুবলার চর এলাকায় অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা ইউসুফকে (৫৮) গ্রেফতার করে। ইউসুফ আলী মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীতে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযোগ আনা হয়েছে। ইউসুফ আলী জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের বাসিন্দা। একই রাতে তার বড় ভাই এ বি এম ইউনুস আলীকেও (৬৫) যুদ্ধাপরাধ মামলায় জামালপুর থেকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুরে একটি মাদরাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। সব মিলিয়ে এ মামলার মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন হলেন ময়মনসিংহের মুক্তাগাছার ওমর ফারুক (৭০) ও রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী (৬৬)। আক্কাস মৌলভী মুক্তাগাছার চেচুয়া আলিয়া মাদরাসার সুপার। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে