রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০২:২৮:৪৪

‘খেলার আগেই ফাউলের অভিযোগ’

 ‘খেলার আগেই ফাউলের অভিযোগ’

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খেলা শুরু হওয়ার আগেই বিএনপি ফাউলের অভিযোগ করছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন শুরু হলো না, তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ!’ হানিফ বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় এখন তারা নানা অভিযোগ করছে।’ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, ‘এ রকম বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন করার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে বিএনপি।’ হানিফ বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, নির্বাচন কমিশনের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।’ এ নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তি ছাড়িয়ে ভবিষ্যতে আন্দোলন করার পরিকল্পনা বিএনপির মাথায় থাকলে তা এখনই দূর করার আহ্বান জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর হামলার অশুভ তৎপরতা করে সরকারকে হটানো যাবে না। এটাকে কঠোরভাবে দমন করা হবে বলেও যোগ করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক। ঐক্যের বিষয়ে হানিফ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতিমেধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।’ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ১৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে