বুধবার, ২৭ মার্চ, ২০১৯, ০৯:৫২:০৬

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : রোজার পণ্য পরিবহন ঘিরে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স থাকবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, পণ্যের আমদানি পর্যাপ্ত হয়েছে। কোন কোন ক্ষেত্রে চাহিদার চেয়েও বেশি মজুদ আছে। ফলে রোজায় পণ্যের দাম বাড়ার কোন কারণ নেই।

বুধবার রোজার পণ্য সরবরাহ ও মজুদ পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশ্য বলা হয়, মিলগেটে প্রতিকেজি পণ্যতে ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ৫ টাকা মুনাফা করলে পণ্যের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে থাকবে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, দাম বাড়ার আরও একটি কারণ পথে পথে চাঁদাবাজি। এটি বন্ধ করতে হবে। এটি বন্ধ করা গেলে পণ্যের দাম বাড়বে না।

ওই বৈঠকে রমজানের অতি প্রয়োজনীয় চিনি, ডাল, ছোলা, খেজুর, ভোজ্য তেলে মজুদ ও আমদানি এবং এলসি খোলার সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে বলা হয় প্রতিটি পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। ফলে রোজার সময় এসব পণ্য দাম বাড়ার কোন কারণ দেখা যাচ্ছে না। দাম যাতে না বাড়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে