বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ১১:২৪:১৭

বিবেকের তাড়নায় গ্রীনলাইনের পক্ষে মামলা লড়বেন না মতিন খসরু

বিবেকের তাড়নায় গ্রীনলাইনের পক্ষে মামলা লড়বেন না মতিন খসরু

নিউজ ডেস্ক : গ্রীন লাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। আবেদনে এই মামলায় পক্ষভুক্ত আবেদন করেছে তারা।

সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালতে শুনানির জন্য সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে অনুরোধ করে মালিক সমিতি। তবে তিনি মামলাটিতে লড়তে রাজি হননি।

আব্দুল মতিন খসরু বলেন, `রাসেল সরকারকে বাসচাপা দিয়ে পা বিচ্ছিন্নের ঘটনাটি বেদনাদায়ক। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবেদনে দাঁড়াতে পারি না। আমাকে মামলায় লড়াইয়ের জন্য ফিস দিয়েছিল। সেটা ফেরত দিয়েছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে