বুধবার, ১০ এপ্রিল, ২০১৯, ০৯:৫৪:৩১

নুসরাতের লাইফ সাপোর্ট তেমন কাজ করছে না, আইসিইউতে বোর্ডের সব ডাক্তাররা

নুসরাতের লাইফ সাপোর্ট তেমন কাজ করছে না, আইসিইউতে বোর্ডের সব ডাক্তাররা

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার লাইফ সাপোর্ট তেমন কাজ করছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ও মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুসরাতের লাইফ সাপোর্ট তেমন কোনো কাজ করছে না। আমরা মেডিকেল বোর্ডের সব সদস্য আইসিইউয়ের ভেতর।

উল্লেখ্য, গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। তিনি তাতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে