বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ১০:১২:৩৮

রাফি এখন কেবলই স্মৃতি

রাফি এখন কেবলই স্মৃতি

নিউজ ডেস্ক :  দু'সপ্তাহ আগেও আর দশজনের মতো হাসিখুশি ছিলেন নুসরাত জাহান রাফি। কিন্তু হঠাৎ করেই তার জীবনের মোড় ঘুরে যায়; কালো মেঘে ঢেকে যায় চতুর্দিক। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের লালসার শিকার হয়ে একপর্যায়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় তাকে। 

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাফি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাফি আর কখনো পরিবারের সবার কাছে ফিরতে পারবে না জেনেই হাসপাতালে অবস্থান করা রাফির ভাই ও বাবা কান্নায় ভেঙে পড়েন। ইতোমধ্যেই জানা গেছে, রাফির মরদেহ সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত পাঁচ দিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন রাফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে সেটা সম্ভব হচ্ছিল না।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে