শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ০৮:৫০:৫১

গ্যাসের দাম অবশ্যই বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের দাম অবশ্যই বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক :  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প গ্যাসের দাম অবশ্যই বাড়বে। তবে তাতে ব্যবসায়ীদের ক্ষতি হবে না। আর দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়লে সরকার তা দেখবে।

বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জ্বালানির মূল্য নির্ধারণ : শিল্পের ওপর প্রভাব’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে কম দামে গ্রাহকদের জ্বালানি সরবরাহ করা হয়। সরকার ভর্তুকি দিয়ে গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করছে। 

দেশে ৮০ লাখ গ্রাহক আছে যারা প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেয় ২ টাকার কম। গ্যাসের বেলায়ও তাই। ৯ টাকার গ্যাস ৬ টাকায় বিক্রি করা হচ্ছে। জ্বালানি খাতে বছরে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। যদিও এ কারণে অর্থনীতি গতিশীল হয়েছে। প্রবৃদ্ধি হচ্ছে। কিন্তু এই ভর্তুকি থেকে বের হতে হবে। এজন্য বলা যাবে না, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। সরকার দাম সমন্বয় করছে, এ সমন্বয় চলতে থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে