শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ১০:৩৬:০৩

এবার অধ্যক্ষ সিরাজের এমপিও স্থগিতের প্রক্রিয়া শুরু

এবার অধ্যক্ষ সিরাজের এমপিও স্থগিতের প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক : নির্মমভাবে আগুনে পুড়িয়ে মারা মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মাদ্রাসার অধ্যক্ষ এবং অপর এক শিক্ষকের এমপিও স্থগিত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ উদদৌলা (ইনডেক্স-৩০৪১১১) এবং ইংরেজির প্রভাষক আফসার উদ্দিনের (ইনডেক্স-২০৩০৫০৮) এর এমপিও স্থগিত করার জন্য চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানী মামলা নং-২৪, তারিখ ২৭/০৩/২০১৯ এবং হত্যা মামলা নং-১০, তারিখ ০৮/০৪/২০১৯ সোনাগাজী থানার প্রেক্ষিতে মাদরাসার অধ্যক্ষ এবং ইংরেজি বিষয়ের প্রভাষক গ্রেফতার হওয়ায় তাদের এমপিও স্থগিত হওয়া প্রয়োজন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো চিঠিতে এ এস এম সিরাজ উদদৌলা এবং ইংরেজি বিষয়ের প্রভাষক আফসার উদ্দিনের এমপিও স্থগিত করার অনুরোধ জানানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে