রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ০৪:০০:০০

গুগল ডুডলে বাংলা নববর্ষ

গুগল ডুডলে বাংলা নববর্ষ

নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে ডুডল প্রকাশ করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। নববর্ষ উদযাপন উপলক্ষে গুগল তাদের হোমপেজটি আজ (১৪ এপ্রিল) সাজিয়েছে পহেলা বৈশাখের আমেজে।

নববর্ষ উপলক্ষে ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। এছাড়াও রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতির শোভাযাত্রা। সেইসঙ্গে শোভা পাচ্ছে কাগজের তৈরি ঘোড়া, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ।

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে