শনিবার, ০৪ মে, ২০১৯, ০১:৩৭:৪৪

ঢাকা-কলকাতা-ওড়িশার আকাশপথ খালি, বিমানের দেখা নেই!

ঢাকা-কলকাতা-ওড়িশার আকাশপথ খালি, বিমানের দেখা নেই!

নিউজ ডেস্ক : সন্ধ্যার পর থেকে এই অঞ্চলের আকাশপথে অন্তত ৫০টিরও বেশি বিমান দেখা যায়৷ কিন্তু শুক্রবার চিত্রটা একেবারেই উল্টো৷ কলকাতার আকাশপথ একেবারেই ধুধু করছে৷ একটিও বিমানের দেখা নেই৷ 

একটি বিমানই রয়েছে কলকাতা ও ওড়িশার আকাশপথে৷ তবে সেটি ঢাকা থেকে সারজার বিমান৷ ফণীর কারণে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ হয়েছে৷ বহু বিমান বাতিল হয়েছে৷

কোনও রকম ঝুঁকি নিতে চাইনি বিমান কর্তৃপক্ষগুলি৷ তাই আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে সব বিমান বাতিল৷ প্রয়োজন মতো টাকাও ফিরিয়ে দেওয়া হবে যাত্রীদের৷ 

তবে তার জন্য অপেক্ষারত বিমানযাত্রীরা বিক্ষোভও দেখিয়েছে৷ আপাতত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠানামা বন্ধ৷ সারি বদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে বিমানগুলি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে