শনিবার, ০৪ মে, ২০১৯, ০৯:৫২:২৩

বাংলাদেশের যেসব জায়গায় ঘূর্ণিঝড় ফণী

বাংলাদেশের যেসব জায়গায় ঘূর্ণিঝড় ফণী

নিউজ ডেস্ক : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরা, খুলনা ও যশোরে আগে আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী। এরই মধ্যে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে ঢুকে তাণ্ডব চালাচ্ছে প্রবল গতির এ ঝড়। ঝড়ে অগ্রভাগের প্রভাবে এরইমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে এসব এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে মারা গেছে একজন।

আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে আজ শনিবার ভোর ৩টার সময়ের উল্লেখ করে জানানো হয়, ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে ফণী। তবে ফণীর বাইরের দিকের ঝড় ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেক স্থানে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা-খুলনা-যশোরে আগে আঘাত হানবে বলে জানান হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে