শনিবার, ০৪ মে, ২০১৯, ০৬:২৮:৪৬

বিশ্বরেকর্ড গড়লো ঘূর্ণিঝড় 'ফণী'

বিশ্বরেকর্ড গড়লো ঘূর্ণিঝড় 'ফণী'

নিউজ ডেস্ক : দীর্ঘপথ পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়লো ঘূর্ণিঝড় ‘ফণী’। গত দুই দশকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে এই ফণী। বিশ্বের আবহাওয়াবিষয়ক কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ২০০৭ ও ২০০৯ সালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় সিডর ও আইলা। বাংলাদেশে আঘাত হানার আগে এরা যথাক্রমে প্রায় ১৫০০ (সিডর) ও ৯০০ (আইলা) কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। 

আর ফণী ভারত মহাসাগরে সৃষ্টি হওয়ার পর দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে। এদিন রাত ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিমুখ ছিল ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে। এ সময় সমুদ্রে প্রায় ২ হাজার ও ভূমিতে ৩০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে ঘূর্ণিঝড়টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে