শনিবার, ০৪ মে, ২০১৯, ১১:২০:৫০

আগামী ৬ মে রাতে সেহরি, ৭ মে প্রথম রোজা

আগামী ৬ মে রাতে সেহরি, ৭ মে প্রথম রোজা

নিউজ ডেস্ক :  আগামী ৭ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা। ৬ মে দিবাগত রাতে হবে সেহরি। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

তারা বলছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে। ওইদিন সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে