রবিবার, ০৫ মে, ২০১৯, ১২:২০:২২

শাহরিয়ার কবিরসহ দেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি

শাহরিয়ার কবিরসহ দেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি

নিউজ ডেস্ক : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

শাহরিয়ার কবির বলেন, আইএস–সমর্থিত বাংলা সাময়িকী লোন উলফ–এর মার্চ সংখ্যায় ওই হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। হুমকি পাওয়া তিন নাগরিকের একজন এ বিষয়ে শনিবার নিজের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। 

শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন এই মানবাধিকারকর্মী। জিডির নম্বর ১০৭১।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুলতানা কামাল হুমকি সংবলিত একটি বার্তা পেয়েছেন। সে জন্য থানায় গিয়ে একটি জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

চলতি বছরের মার্চ মাসেও জঙ্গিদের টেলিগ্রামভিত্তিক প্রপাগান্ডা চ্যানেলে লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে তার নাম উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানার এসআই হারুন উর রশীদ জানান, জিডি দায়েরের পর তার বাসায় পুলিশ পাঠানো হয়েছিল। এখন থেকে প্রতিদিন তার বাসায় পুলিশ নজরদারি করবে। তাকে সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

গত বছরের মার্চে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলে উল্লেখ আছে ওই মুখপত্রে। উল্লেখ্য, ‘লোন উলফ’ অর্থ একাকী মুজাহিদ, এর সদস্যরা মুজাহিদ চিন্তাধারা সমর্থন করে একাকী হামলা চালায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় নিরাপত্তা চেয়ে একজন বিশিষ্ট নাগরিক সাধারণ ডায়েরি করেছেন। ধানমন্ডিতে তাঁর বাসার আশপাশে দায়িত্ব পালন করা টহল পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে