রবিবার, ০৫ মে, ২০১৯, ০১:২৫:৩৩

মির্জা ফখরুলের শপথ না নেয়ার বিষয়ে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

মির্জা ফখরুলের শপথ না নেয়ার বিষয়ে যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক :বিএনপির জনপ্রতিনিধিদের সংসদে যাওয়ার বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।পাশাপাশি দলের মহাসচিবের শপথ না নেয়ার বিষয়েও কথা বলেন তিনি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ সভার আয়োজন করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নেতারা।

দলীয় জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের ঘোর বিরোধী হিসেবে পরিচিত গয়েশ্বর রায় বলেন, যারা সংসদে যোগ দিয়েছেন, তারা জনগণের চাপে নাকি সরকারের চাপে যোগ দিয়েছেন- এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তাদের শপথের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেয়ার বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল কেন সংসদে যোগ দিলেন না, নিশ্চয়ই সে বিষয়ে তিনি ব্যাখ্যা দেবেন।এ বিষয়ে আমার কিছুই বলার নেই।

সরকারের সঙ্গে বিএনপির কোনো আপস হয়নি উল্লেখ করে গয়েশ্বর বলেন, সরকারের সঙ্গে সমঝোতা করলে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হতো না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে