সোমবার, ১৩ মে, ২০১৯, ১২:০০:১২

তুমি আমার কষ্ট বুঝতে রোজা রাখো আর যিনি আমাকে বানিয়েছেন তার কথা শোনো না

তুমি আমার কষ্ট বুঝতে রোজা রাখো আর যিনি আমাকে বানিয়েছেন তার কথা শোনো না

খালেদ মুহিউদ্দিন : আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, এ রকমই প্রখর গ্রীষ্মে রমজান মাস। এক বন্ধু প্রচলিত ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু সবগুলো রোজা রাখছেন। জানতে চাইলে বলেন, তার মা সব রোজা রাখেন, দারুণ গরমে মায়ের ক্ষুৎপিপাসার কষ্ট বুঝতেই রোজা রাখা।

তো মা খুশি হন, রোজা রাখলে? বন্ধু বলেন, না একটুও না। কারণ? মা জানেন, আমি কেন রোজা রাখি । যেদিন তার আদেশ মাথায় তুলে নিতে পারবে সেদিন না খেয়ে না পান করে থেকো। কেউ কাউকে বানায় না মা, সবই তোমার বিশ্বাস। পুরস্কারের আশায় বা শাস্তির ভয়ে কিছু করতে চাই না আমি।

তুমি যদি আমার বিশ্বাসটাই অশ্রদ্ধা করো, সাতদিন না খেয়ে থেকেও আমার কষ্ট আনন্দ কিছুই তুমি বুঝবে না। বরং আমার জন্য অকারণে তুমি কষ্ট করছো ভাবতেই খারাপ লাগছে আমার। দুটো রুটি বেলে দিচ্ছি, খেয়ে নাও, তার মা বলেন। রমজানে খাওয়া না খাওয়া বা খাবারের দোকান খোলা বা বন্ধ নিয়ে দারুণ এই তর্কের সময়ে বন্ধু আর বন্ধুর মায়ের কথা মনে পড়ছে খুব।-ফেসবুক থেকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে