সোমবার, ১৩ মে, ২০১৯, ০৫:৪৭:৫৩

স্বপ্ন'তে চাকরি পাওয়ার পর যা বললেন অনুতপ্ত সেই বাবা

স্বপ্ন'তে চাকরি পাওয়ার পর যা বললেন অনুতপ্ত সেই বাবা

নিউজ ডেস্ক : অর্থের অভাবে সন্তানের জন্য অনৈতিকভাবে দুধ নিতে গিয়ে ধরা পড়া সেই বাবা দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে বাকি জীবনটা সতাতার সঙ্গে কাটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

অনুতপ্ত সেই বাবা জানিয়েছেন, সন্তানের মুখের কথা ভেবে তিনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন। সন্তানের জন্য এখন বাকি জীবনও কাটাবেন সততার সাথে।

১১ মাসের শিশু সন্তানের জন্য যে প্রতিষ্ঠান থেকে রবিবার রাতে অনৈতিকভাবে দুধ নিতে গিয়ে ধরা পড়েছিলেন, সেই সুপার শপ 'স্বপ্ন' তাকে এক্সিকিউটিভ পদে চাকরি দিয়েছে। 

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলামের উপস্থিতে তাকে এ নিয়োগপত্র হস্তান্তর করে সুপার শপ 'স্বপ্ন' কর্তৃপক্ষ। 

চাকরি পাওয়ার পর অনুতপ্ত সেই বাবা আরও বলেন, 'অনেকদিন বেকার ছিলাম। প্রেসার নিতে পারছিলাম না। যেটা আমি চাইনি, হিতাহিত জ্ঞান না থাকায় সেটি করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত।'

মানবিক বিবেচনা থেকেই এক বাবার পাশে দাঁড়ানো কথা জানিয়ে স্বপ্ন বলছে, এখন সময় সেই বাবার সততা প্রমাণের। স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এমন ঘটনা মর্মস্পর্শী। এখন সেই বাবাকে সততা এবং দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগোতে হবে। দক্ষতার সাথে কাজ করলে স্বপ্নের কোনো কর্মী তাকে কখনোই কটু কথা বলবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে