মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১২:২৩:৪৭

কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন জাবি শিক্ষার্থীদের

কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন জাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক :ধানের মূল্য বৃদ্ধিসহ কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা সরকারের কাছে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করার দাবি জানিয়ে বলেন, কৃষক নায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। মণ প্রতি ২০০ টাকা ক্ষতিতে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ফলে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে তাদের। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা।

এসময় সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আজকের এই প্রতিবাদ। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে