মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১১:২৪:৪৫

শেখ হাসিনার মোবাইল ফোনে দরিদ্র মুদি দোকানদারের ফোন: 'আমাকে একটি গাভি কিনে দেন'

শেখ হাসিনার মোবাইল ফোনে দরিদ্র মুদি দোকানদারের ফোন: 'আমাকে একটি গাভি কিনে দেন'

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে দরিদ্র একজন মুদি দোকানদার ফোন করেন। প্রধানমন্ত্রী জানতে চান, তার জীবিকা কিভাবে চলে? দোকানদার জানান, ছোটখাট একটা দোকান দিয়ে কোনরকম চলে। প্রধানমন্ত্রীকে তিনি জানান একটি দুধের গাভি এবং একটি ইজিবাইক হলে তার জীবিকা নির্বাহ করতে সুবিধা হয়। পরদিন সকালে প্রধানমন্ত্রীর একান্ত সচিব -১ স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে তার এই স্বপ্নপূরণ করেন।

ঘটনাটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মুদি দোকানকার মো. ডালিমের। তিনি ১২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে মুদি দোকানদার মো. ডালিমকে একটি ইজিবাইক (মিশুক), একটি গাভি এবং গাভির পরিচর্যার জন্য নগদ পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল হক কাশেম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানরা, সহকারী কমিশনার (ভূমি), বারহাট্টা থানা পুলিশের ওসি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদির প্রমুখ।

ডিসি নেত্রকোনার ফেসবুকে শেয়ার করা হয় ভিডিওটি। তার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ অভূতপূর্ব ঘটনায় উপস্থিত সকলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে