বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, ০৯:২৯:০৮

সরকার কৃষকদের পরিবর্তে বড় বড় চোর রক্ষায় ব্যস্ত : ভিপি নুর

সরকার কৃষকদের পরিবর্তে বড় বড় চোর রক্ষায় ব্যস্ত : ভিপি নুর

ঢাবি: আসন্ন ঈদুল ফিত‌রের আ‌গেই কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেয়ার জন্য দ্রুত কমিটি করার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। পাশাপা‌শি শ্রমি‌কের মজু‌রি প‌রি‌শোধ করারও দা‌বি জানান তি‌নি।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস‌সি‌তে অব‌স্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, কৃষিখাতে পর্যাপ্ত ভর্তুকি প্রদান এবং এব মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমা‌নোর দাবিতে এ মানববন্ধনের আয়োজন ক‌রে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

এসময় তিনি অভিযোগের সু‌রে নুরুল হক নুর বলেন, সরকার কৃষকদের পরিবর্তে বড় বড় চোর রক্ষায় ব্যস্ত রয়েছে। এসময় কৃষকদের রক্ষায় ছাত্র সমাজ সোচ্চার হবে বলেও তিনি জানান।

নুরুল হক বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা নি‌জে‌দের রক্ষায় ব্যস্ত থাকে। কৃষকদের রক্ষায় কোনো পদক্ষেপ নেয় না। নিলে ছাত্রসমাজকে এভাবে মাঠে নামতে হতো না।

তি‌নি বলেন, যাদের উৎপাদিন পণ্য খেয়ে বেঁচে আছি তাদেরকে সঠিক মূল্য আমরা দিতে পারছি না। মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন ধান বেশি হওয়ায় দাম কমে যাচ্ছে। অথচ চালের দাম ঠিকই বেশি। এটি কারণ নয়, সিন্ডিকেটের কারণে দাম কমে যাচ্ছে। চালকল মালিকরা পরিকল্পিতভাবে মূল্য কমিয়ে দিয়েছেন। সরকারের এক্ষেত্রে কোনো নজরদারি নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে