শুক্রবার, ১৭ মে, ২০১৯, ০৯:৩৪:৫৮

Sir কিন্তু Sar নয়ঃ ‘স্যার’ লিখা ভুল !

Sir কিন্তু Sar নয়ঃ ‘স্যার’ লিখা ভুল !

মাসুদ রানা : ‘Sir’ শব্দের উচ্চারণ ‘স্যার’ (Sar/Syar) হতে পারে না, যদিও আমরা সবাই এমনটিই লিখি। ‘Sir’ শব্দের উচ্চারণ সঙ্কেত হচ্ছে [səː], যার বাংলা রূপ হবে ‘সাআ(র)’। এখানে য-ফলা-আ-কার (ya) ব্যবহার করা অযৌক্তিক। য-ফলা-আ-কার ব্যবহার করা সঠিক হতো যদি বানানটি ‘Sir’ না হয়ে ‘Sar’ হতো।

‘Sir’ শব্দের বানান বাংলায় যদি ‘স্যার’ লিখা হয়, Bird শব্দের বানান ‘ব্যার্ড’ লিখতে হবে, যা মোটেও সঠিক নয়। আমি জানি, ‘Sir’-এর বাংলা বানান ‘সার’ লিখলে অনেকে এটি ‘শার’ [Fertilizer] পড়বেন, কিন্তু তারপরও ‘স্যার’ [Sar/Syar] না লিখে ‘সার’ই [Sir] লিখা উচিত।
সূত্র: আমাদেরসময়.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে