‘বড় ঘটনা, ছোট বর্ণনা’!
ঢাকা : আমন্ত্রণ পেলেও বঙ্গভবনে প্রবেশের অনুমতি পাননি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। পরে বঙ্গভবনের গেট থেকেই চলে আসতে হয় তাকে।
বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি জানান।
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম একজন বীরপ্রতীক হয়ে ‘বিজয় দিবসের উপহার’ শিরোনামে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বিজয় দিবসে একজন বীর প্রতীককে অপমান করা কি জরুরি?’
একইসঙ্গে আমন্ত্রণপত্র এবং গাড়িতে বঙ্গভবনে প্রবেশের স্টিকারযুক্ত দুটো ছবিও পোষ্ট করেন তিনি। লেখাটি হুবহু তুলে ধরা হলো-
‘বড় ঘটনা, ছোট বর্ণনা ! ছবিগুলি দ্রস্টব্য। ১৬-১২-২০১৫ ; আজ মহান বিজয় দিবসের বিকালে, বঙ্গভবনের গেইটে, বিব্রত হলাম। সেই ঘটনা শেয়ার করছি। ১৯৮০ সাল থেকেই বঙ্গভবনে দাওয়াত পাই --বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং দুই ঈদের দিবস। এই পর্যন্ত কোন ব্যত্যয় হয়নি। আজ হল। হওয়াটা বড় কথা, তার থেকেও বড় কথা, কেন হল সেটাই বড় কথা ? একই প্রসঙ্গে ইংরেজিতে একটা পোস্ট দিয়েছি ঘণ্টা-খানিক আগে--- ঐখানে দুই-চারটা বাক্য বেশি আছে হয়তো।
দাওয়াত পেয়ে বঙ্গভবনে গেলাম। গেইট থেকে ফেরত দিলেন এস এস এফ এর ক্যপ্টেন এবং ট্রাফিক পুলিশের সারজেন্ট। বল্লেন, আপনাকে ফেরত যেতে হবে। ফেরত চলে আসলাম। বিষয়টা বোধগম্য হল না......। দাওয়াত না দিলে, মনে মনে বলতাম যে, রাজনীতিবিদ ইবরাহিম-কে গোয়েন্দা সংস্থাগুলি ছাড়পত্র দেয়নি। কিন্তু দাওয়াত দিয়ে গেইট থেকে ফেরত দেওয়াটা.......?? মুক্তিযুদ্ধের "বীর প্রতীক" বিজয় দিবসের অনুষ্ঠানে যাবেন না? ---?
১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম