সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশংসিত বাংলাদেশ
ঢাকা : যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি নির্ধারণকারী পরামর্শকেরা বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে এদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
তাদের মধ্যে একজন কলাম্বিয়া বিশ্বদ্যালয়ের আন্তর্জাতিক ও জনসংযোগ বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং। তিনি প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের। বৃহস্পতিবার সময় টিভির এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয় 'কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম এট হোম এন্ড এব্রড' বিষয়ক সংবাদ সম্মেলন। এতে কথা বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নীতি ও কৌশল নিয়ে কাজ করা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কৌশল ও চেহারা বদলাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মুসলিম প্রধান দেশকে দেশকে জঙ্গি গোষ্ঠী আইএস টার্গেট করেতে পারে বলে তার আশংকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এই মার্কিন থিংক ট্যাঙ্ক।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক অস্টিন লং বলেন, ‘বর্তমান বিশ্ব বাস্তবতায় পৃথিবীর যে কোনো অঞ্চলেই সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়তে পারে। তবে প্রশ্ন হলো সেই হুমকি কিভাবে মোকাবেলা করা হবে এবং কী কী পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও যা করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন