বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:০৩:৫১

চার ছাত্রাবাস বন্ধ ঘোষণা

চার ছাত্রাবাস বন্ধ ঘোষণা

চট্টগ্রাম : ক্ষমতাসীন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম কলেজের চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বুধবার রাত আটটার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আর সংঘর্ষের ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করেছে। সংঘর্ষের পর কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ জেসমিন আক্তার। উল্লেখ্য, চট্টগ্রাম কলেজে শেরেবাংলা, সোহরাওয়ার্দী ও সবুর হোস্টেল নামে তিনটি ছাত্রাবাস এবং খদিজাতুল কোবরা নামে আরেকটি ছাত্রী নিবাস রয়েছে। এর আগে মহান বিজয় দিবসে কলেজের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে অভিযান চালিয়ে কলেজ থেকে শতাধিক শিবিরের নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ গিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় এবং দুপুরের পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে