সোমবার, ১৭ জুন, ২০১৯, ১২:১০:৫৮

অবৈধ সংসদে কেন এসেছেন: প্রশ্ন মতিয়া চৌধুরীর

অবৈধ সংসদে কেন এসেছেন: প্রশ্ন মতিয়া চৌধুরীর

স্পোর্টস ডেস্ক: আজ ১৬ জুন রবিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপি সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রেখেছেন বলেন, অবৈধ সংসদে কেন এসেছেন।

এ সময় বিএনপির সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রেখে মতিয়া চৌধুরী বলেন, ‘এই সংসদে বসে বলবেন সংসদ অবৈধ। আবার সেই সংসদের সদস্য হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নেবেন। এটা হয়না।’ তিনি আরও বলেন, ‘অবৈধই যদি হয়, তাহলে এসেছেন কেন? কেউ তো চরণ ধরে সংসদে আনেনি। অবৈধ বলবেন আবার সুযোগ-সুবিধা নেবেন। জলে নামবো, জল ছিঁটাবো, গা ভেজাবো না, এটা হয় না।’

এদিকে সম্পূরক বাজেট সর্ম্পকে তিনি বলেন, ‘আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম কিছুটা কিপটা ছিলাম, তাই খরচ কম করেছি। কিন্তু বিজ্ঞান চর্চায় খরচের কোনো কমতি ছিল না।’ এ সময় নির্বাচন কমিশনের ব্যয় প্রসঙ্গ তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘বিগত সংসদ নির্বাচন বিতর্কিত করার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলী ও উদার নেতৃত্বের কারণে সেটা তারা করতে পারেনি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে